ডার্ক ওয়েব যদি শুধুমাত্র ব্রাউজ করার উদ্দেশ্যে ব্যবহার হয়, তাহলে কি কোনো সমস্যা হবে?

 নাহ কোন সমস্যা না। তবে জিনিসটা নিষিদ্ধ কিনা ব্রাউজ না করায় ভালো। আপনাকে বরং একটা গল্প বলি। আমাদের এক বড় ভাই ছিল নাম রোমিও (সত্যিকার নাম) খুব ভালো মানুষ বাবা মায়ের এক মাত্র সন্তান । খুব নিয়মতান্ত্রিক জীবন যাপন করতেন ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন, তবলীগে যেতেন পড়ালেখা করতেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। একবার বড় ভাইয়ের খুব শখ হল ট্রেনে চেপে ঈদে বাড়ি ফিরবেন। কিন্তু ঈদের বাজারে টিকেট পাওয়া খুব কঠিন কাজ। আমাকে জিজ্ঞাসা করলো টিকেট কিভাবে পাওয়া যায়। আমি বুদ্ধি দিলাম আগেরদিন সন্ধ্যার দিকে বিমানবন্দর ট্রেন স্টেশনে গিয়ে রাত কাটিয়ে পরেরদিন সকালে যখন টিকেট দিবে তখন কাটতে হবে। ভাই সেই কথা মতো আগের দিন রাত্রে মিরপুর থেকে বিমানবন্দর ট্রেন স্টেশনের উদ্দেশ্যে রওনা হলেন। আমি পরেরদিন সকালে পেপার খুলে দেখলাম রোমিও ভাইয়ের ছবি পেপারে ছাপা হয়েছে। ভাইকে দেখা যাচ্ছে পুলিশের গাড়িতে অনেক লোকের সাথে ধরা খেয়েছেন। পরেপুরো খবর পড়ে জানলাম মহাখালি মানে চেয়ারম্যান বাড়ির যেসব আবাসিক হোটেল আছে সেখানে অবৈধ দেহ ব্যবসা হয় এবং পুলিশ রেইড দিয়েছে এবং রোমিও ভাইকে সেসব জায়গা থেকে ধরা খেয়েছে। পুরো মহল্লা জুড়ে কি এক অবস্থা। পরে ভাইকে তাঁর সরকারী চাকুরিজিবি বাবা মা ছাড়িয়ে আনলেন। পরে অনেকদিন ভাই বাড়ি থেকে বের হলেন না । আমার সাথে যখন দেখা হল ভাই বলল সে মিরপুর-১০ থেকে সিএনজি চালিত বেবিতে চড়ে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত গেছিল তারপর বাসের জন্য ঐ রোডে অপেক্ষা করছিলো এমন সময় পুলিশ এসে তাকে ধরে ফেলে কোনকিছু বুঝে ওঠার আগেই নিজেকে পুলিশের গাড়িতে আবিষ্কার করে। তারপর যা ঘটেছে তাঁর উপর আর নিজের কন্ট্রোল ছিল না। তাই বলছি ভাই নিষিদ্ধ জিনিসের আশেপাশে দাঁড়ানও বা ঘুরাঘুরি করাও ঝুকিপূর্ণ। আপনি যখন ডার্ক ওয়েবে ঢুকবেন তখন আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে । তারমানে আপনি সরকারকে ফাঁকি দিলেন অর্থাৎ ঐ সময়টাতে আপনি কি করলেন তাঁর কোন হিসাব সরকারী ঘরে থাকল না। এর মানেই হল আপনি কিছু না কিছু রং করেছেন মানে আপনি ডাটা ব্যবহার করেছেন কিন্তু কোথায় করেছেন তাঁর কোন হিসেব নেই। আপনি থাকবেন সন্দেহের তালিকাই। তাছাড়া খারাপ জিনিসের আশেপাশে থেকেই মানুষ খারাপ হয়। ভালো জিনিস বা মানুষের সাথে থেকে কেউ খারাপ হয়েছে এমন কোন ঘটনা খুবই বিরল। আমি আগ্রহ বসত কিছুদিন ঘাটাঘাটি করেছিলাম ডার্ক ওয়েব কিন্তু যত ডিপে গেছি আর দেখেছি চরম কুরুচিপূর্ণ এবং গা রিরি করা ব্যাপার স্যাপার। অজথা অনেককিছু বলে ফেললাম । মনে রাখবেন সরকার সবসময় ব্যাক্তির চাইতে বেশী শাক্তিশালি। যদিও এইসব সাইট ব্রাউজ করা আমাদের দেশে অবৈধ কিনা আমি জানিনা কিন্তু অবৈধ হওয়া উচিত। খুবই বাজে ব্যাপার স্যাপার।



Previous Post Next Post