যৌন মিলন বিবাহিত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। বংশ ধারা বজায় ও শারীরিক চাহিদা পূরন করার জন্য সহবাস দরকার।
সহবাস করার আগে ভালো করে ফোরপ্লে করা দরকার। আসুন জেনে নেই ফোরপ্লে কি?
উত্তরঃ- ফোরপ্লে হলো মূলত সহবাসের আগে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তির জন্য বা স্ত্রীর যৌন চাহিদা জাগানোর জন্য কিছু কার্য। যেমনঃ
১. লিপ কিস করা।
২. গালে, নাভীতে কিস করা।
৩. পেঠে, নাভীতে, কোমরে আলতো করে হাত বুলিয়ে দেওয়া।
৪. স্ত্রীর জিহ্বার সাথে নিজের জিহ্বা লাগানো বা চোষা।
৫. স্ত্রীর যোনিতে আলতু করে হাত বুলিয়ে দেওয়া সুরসুরি দেওয়া।
৬. স্ত্রীর স্তনে হাল্কা করে চাপ প্রয়োগ করা। কিন্তু ব্যথা দেওয়া যাবে না।
৭. স্ত্রীর স্তন চুষতে পারেন। এতে সহবাস করার জন্য বেশি উত্তেজিত হবে।
৮. কানের লতিতে এবং ঠোঁটের কিনারায় কিস করতে পারেন।
৯. দীর্ঘ সময় লিপ কিস করা।
১০. নিতম্ব বা পাচায় হাত বুলিয়ে দেওয়া।
১১. ঠোঁট চুষা।
১২. যৌনাঙ্গ মুখে নেওয়ার দরকার নাই। কেননা স্বাস্থ্যগত ভাবে এটি খারাপ।। হারাম বা হালাল হুজুরকে জিগায়েন। আমাকে নয়।
যখন যোনিতে কাম রস আসবে মানে যোনি পর্যাপ্ত পিচ্ছিল হবে তখন সহবাসের জন্য প্রস্তুত হওয়া।
ফোরপ্লের গুরুত্বঃ
১. স্ত্রী সহবাসে চরম তৃপ্তি পাবে।
২. সহবাস কষ্টকর হবে না।
৩. সহবাস দীর্ঘ সময় হবে।
৪. লিঙ্গ সহজে প্রবেশ করবে।
৫. ব্যথাহীন সহবাস হবে।
৬. পোরপ্লে করলে স্ত্রীর অর্গাজম হবে দ্রুত।
৭. বেশি পোরপ্লে করলে ছোট লিঙ্গ দিয়েও সহবাসে তৃপ্তি দেওয়া সম্ভব।
৮. ফোরপ্লে নিজের সম্পর্কে বন্ধন শক্ত করে।
৯. আত্নবিশ্বাস বৃদ্ধি পায়।
জানেন কি??
সহবাস ছাড়াও ফোরপ্লে করেই ৪০% তৃপ্তি দেওয়া সম্ভব। কেননা মেয়েরা সহবাসের মতই পোরপ্লেতে মজা পায়।।
ফোরপ্লে ছাড়া শুধু সেক্স করে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া অনেক সময় সম্ভব না।
যাদের দ্রুত বীর্যপাত হয় তারা সহবাস করুন কম। ফোরপ্লে করুন বেশি। নিজের সুবিধা মত কৌশল অবলম্বন করুন।
(ধন্যবাদ)