HTML: এইচটিএমএল সাধারণত একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে, জাস্ট লাইক আমাদের কঙ্কাল
CSS: সিএসএস ভিজুয়াল লুক এর জন্য ব্যবহার করা হয়, সহজ ভাষায় বলতে গেলে ওয়েবসাইটের সৌন্দর্য বাড়াতে, কালারফুল করতে, ইত্যাদি কাজে সিএসএস ব্যবহার করা হয়।
JavaScript: জাভাস্ক্রিপ্ট মূলত ওয়েবসাইট যে কাজগুলো করে, যেমন: ইউজার থেকে ক্লায়েন্ট পর্যন্ত যে কাজগুলো করবে তা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে করা হয়। আরো কিছু এডভান্স স্টাইলিং এর কাজ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয় যেটা সিএসএস দ্বারা সম্ভব না।