এটা আসলে গুগল ড্রাইবের মত একটি ক্লাউড স্টোরেজ এপ্লিকেশন, আপনার গুরুত্বপূর্ণ ভিডিও, অডিও ও বিভিন্ন ফাইল অনায়েসে মেগা অ্যাপে রাখতে পারবেন। গুগল ড্রাইবে ফ্রীতে মাত্র ১৫ জিবি স্পেস দেই। কিন্তু সেই তুলনায় মেগা আপনাকে ৩ গুণের চেয়েও বেশি স্পেস দিবে। আপনি তাদের ঐখানে একাউন্ট করলে ৫০ জিবি পর্যন্ত ফ্রী স্পেস পাবেন।
গুগল ড্রাইবে মনে হয় নিদিষ্ট একটি জিনিসের জন্য লিংক দেয় না। কিন্তু আপনি মেগাতে অনায়াসে যত জিনিস রাখবেন, ততটা ডাউনলোড লিংক পাবেন। কথাটা মনে হয় আপনার মাথার উপর দিয়ে গেল, মনে করেন আপনি ৫০ টা বই রাখলেন গুগল ড্রাইবে অথবা মেগাতে। আপনি চাইতেছেন আপনার যে বইগুলো আছে তা আপনি অন্যদেরকেও দিবেন। কিন্তু যাকে যে বই দেওয়া দরকার সে বইটি ছাড়া অন্যকোন বই দিবেন না। আর সে জানতেও পারবে না যে আপনার স্টোরেজে আর অন্য কোন বই আছে। তখন, আপনি মেগা ব্যবহার করতে পারেন। তারা আপনাকে ভিন্ন ভিন্ন বইয়ের ভিন্ন ভিন্ন লিংক দিবে। কিন্তু গুগল ড্রাইব সে সুযোগটা দেয় না মনে হয়।
সুবিধা তো অনেক আছে এই অ্যাপের। আসলে এই অ্যাপের যা কিছু আছে সব সুবিধার জন্যই। আমার জানা মতে এখনো কোন অসুবিধা দেখতে পাইনি।