সর্বকালের সেরা ৫ ভারতীয় সিনেমা

 পথের পাঁচালী, ১৯৫৫

‘ভুবন সোম’ ছবিতে ধারা বর্ণনাকারী ছিলেন অমিতাভ বচ্চন
‘ভুবন সোম’ ছবিতে ধারা বর্ণনাকারী ছিলেন অমিতাভ বচ্চন
সংগৃহীত

ভুবন সোম, ১৯৬৯
মৃণাল সেন পরিচালিত ছবিটিকে ভারতের নিউ ওয়েভ সিনেমার অন্যতম পথপ্রদর্শক বলে মনে করা হয়। দেশটির জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের অর্থায়নে নির্মিত প্রথম দিককার সিনেমা ‘ভুবন সোম’। হিন্দি ছবিটির জন্য পরিচালক মৃণাল সেন, অভিনেতা উৎপল দত্ত জাতীয় পুরস্কার পান। ছবিটিতে শহুরে ও গ্রামীণ ভারতের বিভাজনের সঙ্গে পারস্পরিক আস্থা, মমত্ববোধও তুলে ধরেন পরিচালক। ছবিতে ধারা বর্ণনাকারী ছিলেন অমিতাভ বচ্চন, ‘ভুবন সোম’ দিয়েই শুরু হয় তাঁর চলচ্চিত্র-যাত্রা।

‘এলিপ্পাথায়াম’ সিনেমার পোস্টার
‘এলিপ্পাথায়াম’ সিনেমার পোস্টার
সংগৃহীত

এলিপ্পাথায়াম, ১৯৮১
প্রখ্যাত মালয়ালম পরিচালক আদুর গোপালকৃষ্ণনের ছবিটি জায়গা পেয়েছে সর্বকালের সেরা ভারতীয় সিনেমার তালিকার চারে। কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর লন্ডন চলচ্চিত্র উৎসবে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার জেতে। এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, নিজের পরিবারের সামন্ততান্ত্রিকবৈশিষ্ট্য থেকে ছবির প্রেরণা নিয়েছেন তিনি।

‘ঘাটশ্রাদ্ধ’ সিনেমার পোস্টার
‘ঘাটশ্রাদ্ধ’ সিনেমার পোস্টার
সংগৃহীত

ঘাটশ্রাদ্ধ, ১৯৭৭
কন্নড় সিনেমার অন্যতম পরিচালক গিরিশ কাসারাভাল্লির প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা এটি। ২০০২ সালে ন্যাশনাল আর্কাইভ অব প্যারিসে এক শ সিনেমার মধ্যে একমাত্র ভারতীয় ছবি হিসেবে জায়গা পায় ঘাটশ্রাদ্ধ। ২০০৯ সালে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় ১৬ লাখ ভোট পেয়ে সেরা ২০ ভারতীয় সিনেমার একটি হয় ‘ঘাটশ্রাদ্ধ’।

ভারত ভাগ নিয়ে নির্মিত অন্যতম সেরা চলচ্চিত্র মনে হয় ‘গরম হাওয়া’কে
ভারত ভাগ নিয়ে নির্মিত অন্যতম সেরা চলচ্চিত্র মনে হয় ‘গরম হাওয়া’কে
সংগৃহীত


Previous Post Next Post